গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ঝুট গুদামসহ পাশের একটি বাড়ির প্রায় ২০টি ঘর পুড়ে যায়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে কোনাবাড়ী বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায়তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জয়দেবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, কোনাবাড়ী বউবাজার এলাকায় পিএন গার্মেন্টসের পাশেই কিছু বাড়িঘর নিয়ে গড়ে উঠেছে একটি আবাসিক এলাকা। সেখানেই এক পাশে ঝুটগুদাম করেছেন স্থানীয় শরীফ নামের এক ব্যক্তি। এর মধ্যেই আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ গুদামটিতে আগুন লাগে ।স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন ক্রমেই বড় হতে থাকে ও দ্রুত ছড়াতে থাকে। পরে খবর দিলে কোনাবাড়ী,কাশিমপুর ও ভোগড়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন সাংবাদিকদের জানান, বিকেল ৬টা ১৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
