এবার ইলন মাস্কের লড়াই অন্যকিছু নিয়ে

আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট তৈরিতে উঠেপড়ে লেগেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ইতিমধ্যে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’-এর সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চ্যাটবট চালু করেছেন খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) প্রধান।

এবারে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সএআইয়ের তৈরি ‘গ্রক’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটটির নতুন সংস্করণ বা ‘গ্রক ২’ এ সপ্তাহেই উন্মুক্ত করার কথা বলেছেন তিনি। গত শুক্রবার এক এক্স পোস্টে এ ঘোষণা দেন মাস্ক। নতুন সংস্করণটি মূলত গ্রকের পরীক্ষামূলক সংস্করণ।

চ্যাটবট হলো একধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়। ইলন মাস্ক বলেছেন, বর্তমানে চালু থাকা সব এআইকে সব দিক থেকে ছাড়িয়ে যাবে গ্রক ২। এখন এটি নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *