2022-04-25
গত রবিবারের সেই ঘোষণার পর গতকাল সোমবারই মাইক্রো ব্লগিং এই সাইটের ওয়েবসাইট থেকে উড়ে গেছে সেই বিখ্যাত নীল পাখির লোগো। তার পরিবর্তে কালো রঙের ওপর সাদা রঙে লেখা ‘এক্স’ অক্ষরটিকে ভেসে উঠতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে টুইটারের সদর দপ্তরে সেই লোগো প্রক্ষেপণ করা হয়েছে গতকাল রাতেই।