স্টাফ রিপোর্টারঃ
জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ১৮ দিন পর জামিনে মুক্তি পেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান। রোববার রাত ৭টায় গাজীপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এ সময় জেল গেটে তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা শ্রমিক দল নেতা আলহাজ উদ্দীন, শরিফুল ইসলাম প্রমুখ।
এর আগে ৬ মার্চ কালিয়াকৈর থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠান গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তিনি ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।