স্টাফ রিপোর্টার :
কেক কাটা, আলোচনা সভা ও র্যালীর শোভাযাত্রার মধ্য দিয়ে গাজীপুরে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দৈনিক যুগান্তর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে যুগান্তরের জেলা কার্যালয়ে মঙ্গলবার সকালে গাজীপুরের স্বজন সমাবেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক বলেছেন, যুগান্তরের বহুমাত্রিকতা, অর্থবহতা ও বস্তুনিষ্ঠতায় সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে। যুগের যা কিছু মহৎ তা ধারণ করে অনাগত ভবিষ্যতে তার আলোক সম্পাতের অঙ্গীকার নিয়ে দৈনিক যুগান্তর তার পথ চলা অব্যাহত রেখেছে। তিনি এ পথচলা যেনো যুগ থেকে যুগান্তর ব্যাপী ব্যাপ্ত, বহুদা বিস্তৃত ও আলোকময় হয় তা প্রত্যাশা করেন।
গাজীপুরের স্বজন সমাবেশ এর সভাপতি মো. আমান উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলটন খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহাম্মেদ শামীম। আরো বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসমত আলী, স্থানীয় দৈনিক বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার, মানবকন্ঠের গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভূইয়া, সাংবাদিক কামাল হোসেন বাবুল, আব্দুল মালেক প্রমুখ। সভা শেষে কেক কাটা ও শহরে একটি র্যালী বের করা হয়।
2024-02-06