স্টাফ রিপোর্টার :
দেশব্যাপি জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি’র উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনব্যাপি জাতীয় পিঠা উৎসব-২০২৪ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি’র সভাপতি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। তিন দিনের উৎসবে হরেক রকমের পিঠা প্রদর্শন ও বিক্রির আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এছাড়া শহরের শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজেও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসানের সভাপতিত্বে উৎসব-অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম, শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।
2024-02-01