বশেমুরকৃবিতে ক্যারিয়ার গ্রুমিং সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ফিসারিজ ফ্যাকাল্টির ক্যারিয়ার গ্রæমিং সংক্রান্ত দিনব্যাপী সেমিনার বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। দেশের সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের মানবসম্পদ বিভাগ এবং ব্র্যাক ফিসারিজের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্র্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং ব্র্যাক ফিসারিজ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন। বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এস.এম. রফিকুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ফিসারিজ এন্টারপ্রাইজের সিনিয়র প্রোডাকশন ম্যানেজার এ.এস.এম. সাদাত মন্ডল। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের মানবসম্পদ বিভাগের ডিজিএম সাঈদ সায়াদ ইবনে রাশেদ ও ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের এর এজিএম মো. আরিফুল ইসলাম। সেমিনারে মৎস্য বিজ্ঞান অনুষদের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীসহ শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *