স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি কটন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরী জানান, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল-আকসা কটন মিলে আগুন লাগে। এসময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।