বশেমুরকৃবি’তে “সায়েন্টিফিক পেপার রাইটিং” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকবৃন্দের “সায়েন্টিফিক পেপার রাইটিং” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স (আইকিউএসি) সেলের পরিচালক প্রফেসর ড. মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বশেমুরকৃবির প্রাক্তন অধ্যাপক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, একটি বিশ্ববিদ্যালয় গবেষণা ক্ষেত্রে যত এগিয়ে যাবে সেই বিশ্ববিদ্যালয়ের উন্নতি তত বেশী ত্বরান্বিত হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং সহকারী অধ্যাপকগণকে গবেষণার পাশাপাশি ভালোমানের প্রকাশনায় আরো মনোনিবেশ করার আহবান জানিয়ে আরো বলেন পদোন্নতির ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা পত্র অত্যাবশক হওয়া জরুরী। দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *