জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপ¥পেইন উপলক্ষেগাসিকে সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাপ¥পেইন পালন উপলক্ষে সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পপেইন সভায় প্যানেল মেয়র মাসুদুর রহমান বিল্লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের সচিব আবদুল হান্নান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর আলী, সিটি স্বাস্থ্য কর্মকর্তা মলয় বাবু, আব্দুল হামিদ,এসময় উপস্থিত ছিলেন , প্যানেল মেয়র মিজানুর রহমান,প্যানেল মেয়র রাখী সরকারসহ কাউন্সিলরবৃন্দ।
সচিব আব্দুল হান্নান জানান, গাজীপুর সিটি করপোরশেনের ১ নং টঙ্গী অঞ্চল ও ৪ নম্বর অঞ্চলে ২শ ৬৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য
ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মুকুল কুমার মল্লিক, খায়রুল ইসলাম, ইকবাল আহমেদ সরকার, মুজিবুর রহমান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান টিটু,শাহ সামসুল হক রিপন, শামসুল হক ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *