গাজীপুরে বিদেশি মদসহ ৬জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :
গাজীপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সীমান্তবর্তী এলাকা হতে বালিভর্তি ড্রাম ট্রাকযোগে বিপুল পরিমাণ বিদেশী মদ বহন করে শ্রীপুরের সলিংমোড় পাঁথারপাড়া এলাকার জনৈক এরশাদ মিয়ার ওয়ার্কশপের সামনে ওই মদ ক্রয়-বিক্রয় করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই ড্রাম ট্রাক তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১২৫ বোতল মদ জব্দ করা হয় এবং ওই মাদক বহন ও ব্যবসার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার স্থানীয় ইকবাল হোসেনের ছেলে সাইফ শাহরিয়ার অভি খাঁন (২৮), একই এলাকার মোঃ নয়নের ছেলে আশরাফুল (২৩), নেত্রকোনার পূর্বধলা থানার নারায়ন ডহর এলাকার ফজলুল হকের ছেলে রেজাউল করিম (২৬), একই জেলার দুর্গাপুর থানার বারমারি গ্রামের আবুল কাশেম এর ছেলে শহীদ মিয়া (২৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম রনি (২৬) ও ময়মনসিংহের কোতয়ালী থানার চরকালিয়া বাড়ি এলাকার মোস্তফা ওরফে মস্তুর ছেলে ড্রাম চালক লিমন মিয়া (২৩)। ওই পুলিশ কর্মকর্তা জানান, জব্দকৃত মাদকের মূল্য হবে আনুমানিক সাড়ে সাত লাখ টাকা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *