গাজীপুরে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুতপৃষ্ট দুইজন নিহত

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুতপৃষ্ট দুইজন নিহত হয়েছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় ফকির মার্কেটের আই এফ এল গার্মেন্টস এর নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আয়নাল (৩৫) নওগাঁ জেলার নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনে ছেলে, সে পরিবার নিয়ে টঙ্গীর মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন, নিহত অপরজন  মো. আশরাফুল (৪৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। আয়নাল নির্মানাধীন কারখানার নিরাপত্তা প্রহরী ও মো. আশরাফুল ওই কারখানার নির্মাণ শ্রমিক।

জানা গেছে, টঙ্গী পূর্ব থানার বিসিক ফকির মার্কেট এলাকায় আই এফ এল গার্মেন্টস কারখানার নিরাপত্তা প্রহরী আয়নাল ও নির্মাণ শ্রমিক মো. আশরাফুল শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় লোহার রড দিয়ে কারখানার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করতে যায়। এসময় অসাবধানতা বশত জাতীয় পতাকা টানানোর লোহার রডটি পাশে বিদ্যুতের তারে স্পর্শে লেগে আয়নাল ও আশরাফুল গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে তাদের উদ্ধার করে কারখানার অন্যান্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মৃতদেহের সুরতহাল করেন।

টঙ্গীর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুত পৃষ্টে দুইজন নিহত হয়েছে। এবিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *