এশিয়াটিক সোসাইটির সভাপতি ড. হারুন-অর-রশিদ ও সম্পাদক ড. ছিদ্দিকুর রহমান খান

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২৪-২০২৫ সেশনের জন্য নতুন কাউন্সিল নির্বাচনে ড. হারুন-অর-রশিদ ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বাধীন ‘মূলধারা’ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে ১৩টি পদে জয় লাভ করেছে এই প্যানেল। এতে সভাপতি হলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অন্যদিকে অধ্যাপক ড. শরীফ আহমেদ এবং অধ্যাপক ড. মো. হাকিম আরিফের নেতৃত্বাধীন ‘মুক্তিবুদ্ধি চর্চা’ প্যানেল থেকে সদস্য পদে ৪জন জয়লাভ করেছেন। ৩০ জানুয়ারি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শরিফ উল্লাহ ভুঁইয়া। মূলধারার অন্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ড. হাফিজা খাতুন, অধ্যাপক ড. সাজাহান মিয়া ও অধ্যাপক ড. ইয়ারুল কবির। সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুল মজিদ। সদস্য অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, অধ্যাপক ড. আব্দুল বাছির, অধ্যাপক ড. নাজমা খান মজলিস ও অধ্যাপক ড. সাব্বির আহমেদ। ‘মুক্তিবুদ্ধি চর্চা’র সদস্যরা হলেন অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. মো. আব্দুল করিম ও অধ্যাপক ড. শুচিতা শারমিন। নির্বাচনে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ১৩০০ সদস্যের মধ্যে ৮২৪ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ৪ সদস্যের নির্বাচন কমিশন এই কাউন্সিল নির্বাচন পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *