‘এক সপ্তাহরে মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে’

স্টাফ রিপোর্টার
ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তররে মহাপরচিালক এ এইচ এম সফকিুজ্জামান বলছেনে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মজুতদাররা কোথায় কীভাবে পেয়াজ মজুদ করে রেখেছে সেই তথ্য নেওয়া হচ্ছে। পেয়াজ কারসাজির সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে পেয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে। রাজধানীর কারওয়ানবাজার নিজ র্কাযালয়ে সোমবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক সপ্তাহের মধ্যে পেয়াজের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফেরেুয়ারি খেকে র্মাচের মধ্যে পেয়াজের দাম একবারে যৌক্তিক মূল্যে আনার আশ্বাসও দেন তিনি।

এদিকে মঙ্গলবার বিভিন্ন বাজারে মুড়িকাটা পেয়াজের সরবরাহ বেড়েছে। যার ফলে দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে কেজিত পেয়াজের দাম কমেছে ৪০ থেকে ৬০ টাকা। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সকাল থেেক গাজীপুরসহ দেশের বিভিন্ন বাজারে আগের দিনের তুলনায় বেশি পরিমান মুড়িকাটা পেয়াজের দেখা মিলছে। দামও তুলনামূলক কম। মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি কিক্রি হচ্ছে ১০০ থেেক ১১০ টাকায়।

বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেদাজ্ঞা আরোপের প্রেক্ষিতে দেশে পেঁয়াজের মূল্য বেড়ে যায়। তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির জন্য আগেই এলসি খোলা ৫২ হাজার টন পেঁয়াজ দ্রুত দেশে নিয়ে আসা, বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি বাড়ানো এবং ভোক্তা অধিদপ্তরের দেশব্যাপী অভিযান পরিচালনাসহ সরকার ইতোমধ্যে নানা পদক্ষপে গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *