স্টাফ রিপোর্টার :
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নাছিম আখতার বলেছেন, “সুস্থ দেহ ও সুস্থ মন সফলতার মূল মন্ত্র। শুধু পড়াশোনা করে কেউ কখনো সফল হতে পারেনা, যদিনা সে সুস্থ থাকে। যে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করে তার মধ্যে কখনো হতাশা আসে না, সে সারাক্ষণই প্রফুল্ল থাকে। আর প্রফুল্ল মনে পড়াশোনা করলে সে সফল হবেই। একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। তাই সুস্থ ও সুন্দর জীবন গঠনের জন্য খেলাধুলা অপরিহার্য।”মঙ্গলবার গাজীপুর সদর উপজেলাধীন রাজেন্দ্রপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি আয়োজিত তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুশৃঙ্খলতার প্রশংসা করে আরও বলেন, “তোমরা নিজের দেশের প্রতি, মায়ের প্রতি ও নিজের ভাষার প্রতি কৃতজ্ঞ থাকবে। তোমার নিজের মাটির প্রতি কৃতজ্ঞতা, মায়ের প্রতি কৃতজ্ঞতা ও নিজের ভাষার প্রতি কৃতজ্ঞতা তোমাদের শিক্ষাকে সুশিক্ষায় পরিণত করবে। তোমার সুশিক্ষার সুফল জাতি পাবে, তুমি নিজে পাবে এবং তোমার সমাজ পাবে। এভাবেই তোমরা একদিন বিজয়ী হবে।”
প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠান সভাপতি ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুর রহমান। ক্রীড়ানুষ্ঠানে মোট ১০৮ টি ইভেন্টে কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের পরিবেশিত কুচকাওয়াজ, ডিসপ্লে, ফ্রি হ্যান্ড পিটি ও ড্রামবেল ড্রিল উপস্থিত হাজারো দর্শকদের প্রশংসা কুড়াতে সক্ষম হয়। ক্রীড়ায় ‘দুর্জয় হাউজ’ এবং কুচকাওয়াজে ‘ইকবাল সিদ্দিকী কলেজ রোভার স্কাউট দল’ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করার গৌরব অর্জন করে।
2024-02-06