গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জ্যেষ্ঠ জেল সুপার মো. আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন ”বুধবার সকালে মোয়াজ্জেম হোসেন আলাল এর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় । তা যাচাই- বাছাই করে বিকেল ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারাগার থেকে বেরিয়ে আসার পর দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বিএনপির এই নেতাকে শুভেচ্ছা জানান ।
মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ভাঙচুর ,মারামারি, নাশকতাসহ ১৭টি মামালা রয়েছে।উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য পল্টন থানার এক মামলায় গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে তিনি কাশিমপুরের কারাগারে বন্দী ছিলেন।