স্টাফ রিপোর্টার
বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের প্রতিফলন নিশ্চিত করার জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শিখন-শেখানো, প্রশাসনিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বাউবির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ১১ ও ১২ ডিসেম্বর ২০২৩ জবভবৎবহপব গধহধমবসবহঃ টংরহম গঊঘউঊখঊণ বিষয়ক দুই দিনের কর্মশালা আয়োজন করে। বাউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মামুনূর রশীদ। বাউবির ৬০জন এ কর্মশালায় অংশ নেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ড. মো: আনোয়ারুল হক।
2023-12-12