স্টাফ রিপোর্টার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি’র) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত বাউবির স্কুল বিজনেস এর এমবিএ প্রোগ্রামের কারিকুলাম উপস্থাপন ও চুড়ান্তকরণ শীর্ষক কর্মশালা মঙ্গলবার ও বুধবার বাউবির ই-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে ছিলেন বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও স্কুল অব বিজনেস এর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। কর্মশালায় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব বিজনেস এর ডিন অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। কর্মশালায় স্কুল অব বিজনেস এর বিভিন্ন স্তরের শিক্ষকগণ অংশ নেন।
2024-02-07