বশেমুরকৃবিতে ভিন্ন বিষয়ে দু’টি সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
সোমবার সকালে বহিরাঙ্গন কার্যক্রম কর্তৃক আয়োজিত “জেলাটিন-মেথাক্রাইলয়েল কিটোছান হাইড্রোজেল: এ নভেল অর্থোপেডিক বায়োএডহেসিভ” এবং দুপুরে “ইফেক্টস অব সয়েল ফিজিক্যাল কন্ডিশন্স এন্ড অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং ইরিগেশন অন দি পারফরমেন্স অব রাইস” বিষয়ক দু’টি সেমিনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাঁদের আধুনিক প্রযুক্তি সম্পন্ন জ্ঞান এবং দক্ষতা কাজে লাগিয়ে দেশের কৃষিখাতকে সমৃদ্ধ করছে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক স্বয়ংসম্পূণ টিস্যুকালচার ল্যাব প্রতিষ্ঠা করে বশেমুরকৃবি মানব কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে। পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), প্রফেসর ড. ইমরুল কায়েস এর সভাপতিত্বে ১ম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্জারী এন্ড রেডিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক ড. সাত্তি¡কেশ পাল। অতিসম্প্রতি তিনি এবং তার রিসার্চ টিম এক বিশেষ ধরনের হাইড্রোজেল তৈরি করেছেন, যা তরুণাস্থি ক্ষয়রোগ চিকিৎসায় এক নতুন দ্বার উন্মোচন করবে। বর্তমানে হাইড্রোজেলটি গবেষণা পর্যায়ে রয়েছে। তিনি মনে করেন, এই হাইড্রোজেলটি বাংলাদেশ সহ পৃথিবীর বয়স্ক মানুষের হাড় এবং তরুণাস্থি ক্ষয়রোগ নিরসনে বিস্তর ভূমিকা রাখবে। ২য় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. দীন ইসলাম। তিনি ধানের কার্যক্ষমতার উপর মাটির ভৌত অবস্থা এবং বিকল্প ভেজা ও শুকানোর সেচের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ধান চাষ ও সেচের নতুন নতুন কৌশল গুলো নিয়ে আলোকপাত করেন এবং তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে আগামীতে আমাদের দেশে এই প্রযুক্তি ব্যবহার করে আমাদের খাদ্য ভান্ডার আরো সমৃদ্ধ হবে। সেমিনার দু’টিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ অংশগ্রহণ করে তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *