স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়ের স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (বিপনন অংগ) এর সহযোগিতায় কৃষি পণ্য প্রক্রিয়াকরণ বিষয়ক উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ও স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (বিপনন অংগ) কম্পোনেন্ট পরিচালক ড. মোহাম্মদ রাজু আহমেদ এবং রেসকো লি: এর ব্যবস্থাপনা পরিচালক ড. তালুকদার হুমায়ুন কবির। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এসএসিপি (বিপণন অংগ) শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৩-২৪ অর্থ বছরে ১২০ ব্যাচ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ বাস্তবায়িত হবে। প্রশিক্ষণগুলোর মাধ্যমে প্রকল্পের আওতাধীন ১১ টি জেলার ৩০টি উপজেলায় যন্ত্রপাতি পরিষেবা, নার্সারি ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক সম্ভাবনাময়, তরুণ ও উদ্যোমী কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী এ উদ্যোক্তা প্রশিক্ষণে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।