স্টাফ রিপোর্টার
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন, এটা সাধারণ কোনও দুর্ঘটনা নয়। নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখা হয়। আমরা ঘটনাস্থলে এসে গ্যাস সিলিন্ডার পেয়েছি। রেললাইন কাটার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। ঘনকুয়াশা ও গভীর রাত থাকায় রেলের গতি খুব কম ছিল, ফলে হতাহত কম হয়েছে। একজন মারা গেছেন এবং ৭জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। না হয় আরো অনেক বেশী হতাহত হতে পারতো। বুধবার দুপুরে র্দুঘটনাস্থল পরির্দশনে এসে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, ইতিমধ্যে আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
রেললাইনে নাশকতার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে : ডিআইজি
রেললাইনে নাশকতার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। বুধবার দুপুর ১২টার দিকে তিনি ট্রেন দুর্ঘটনা পরির্দশনে গিয়ে আরও বলেন, দেশে কয়েক হাজার কিলোমিটার রেললাইন আছে। নির্বিঘ্নে চলাচলে এখন দেশের মানুষের আস্থার জায়গা ট্রেন। এখানে যারা নাশকতা করেছে, এত বড় একটি দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা যারা করেছে, তাদের সবাইকে খুঁজে বের করব আমরা।
র্যাব-১, পোড়াবাড়ি ক্যাম্প এর কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসিন আরাফাত হোসেন বলেন, ঘটনাস্থলে নাশকতার কর্মকান্ড বা আলামতে চিহৃ পাওয়া গেছে। চলমান অবরোধকে কেন্দ্র করে কেউ যদি এ নাশকতার পরিকল্পনা করে থাকে তাকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
2023-12-13