স্টাফ রিপোর্টার, শ্রীপুর :
গাজীপুরের শ্রীপুরে নামের মিল থাকায় একদিন হাজত বাস করলেন ওষুধ ব্যবসায়ী মো. মিজানুর রহমান (৪৪)। একটি বন মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে গত রবিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। ওই মামলার প্রকৃত আসামী ধরা ছুঁয়ার বাইরে। ভূক্তভোগী মো. মিজানুর রহমান শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের মৃত মো. আমির উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামের সিআরসি পোশাক কারখানার সামনে ওষুধ ব্যবসা করেন। অপর দিকে বন মামলার প্রকৃত আসামী একই গ্রামের পূর্ব পাড়ার মো. আমির হোসেনের ছেলে মো. মিজান (২৪)।
জানাযায়, মিজান এলাকার একজন ঔষধ ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোন মামলা নেই। রবিবার রাত দশটার দিকে শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সামসুল কবির তাকে ফার্মেসি থেকে গ্রেফতার করে। খবর পেয়ে মিজানের স্বজনরা ওই পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। তার ন্যাশনাল আইডি সহ অন্যন্য কাগজ পত্র দেখালেও তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করে। শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বলেন, নামবিভ্রাটে কেউ গ্রেফতার হয়েছে এমনটি জানা নেই। নামের মিল থাকায় ভুল হতে পারে। বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিত হয়ে বলা যাবে না।
2024-02-06