দুদিন আগে সেই শিক্ষককে হত্যার পরিকল্পনার দাবি পরিবারের

কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে দুদিন আগে সেই কলেজ শিক্ষককে হত্যার পরিকল্পনা করেছে বলে মানববন্ধনে দাবি নিহতের পরিবারের। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু জাতির পিতা সরকারি কলেজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের স্ত্রী হাসিনা আক্তার বলেন, গত ২৬ জানুয়ারি রাতে আসামি মজিবরের বাড়ীতে গোপন মিটিং করে। এরপর ২৮ জানুয়ারি তিনি নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হন। এতে বুঝা যায় যে, ওইদিন রাতে তারা আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। তিনি স্বামীর হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।
কালো ব্যাচ পরিধানে অংশগ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ও পাশের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাফিয়া বেগম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুন মন্ডল, আজাদ কামাল সোহান, নিহতের মেয়ে সুচনা আক্তার সুচী, স্বজন হোসেন আলী প্রমুখ। মানববন্ধন ও শোক সভায় বক্তারা ওই শিক্ষক হত্যার প্রতিবাদে ও দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক রেজা সাইদ আল মামুনকে পিটিয়ে হত্যা করে তার ভাই-ভাতিজারা। এরপর র‌্যাব-১ দুদিন অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই ভাই মোহাম্মদ আলী ও মজিবর এবং ভাতিজা সুমন ও সিজানকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *