স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে টঙ্গীতে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে টঙ্গী বাজারের মরিয়ম ম্যানশনে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বিষয়টি নিশ্চিত করেন। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, সকালে স্থানীয়রা হঠাৎ ভবনটির চার তলায় ধোঁয়া বের হতে দেখে। মরিয়ম ম্যানশনের ছয়তলা ভবনের চার তলায় প্লাস্টিকের গুদামে আগুন লাগে। ভবনটির পাঁচ তলায় থাকা কয়েলের গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ওই মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলার বেশ কয়েকটি গুদামের মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। তিনি আরও বলেন, আগুন বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।