স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের নির্মাণাধীন ফ্লাইওভারের নীচের ড্রেন থেকে দেহ থেকে বিচ্ছিন্ন অজ্ঞাত ব্যাক্তির মাথা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এ ঘটনায় পরষ্পর যোগসাজশে হত্যার পর লাশ গুম করার অপরাধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। জিএমপি’র টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, সোমবার সন্ধ্যার পর মহানগরীর মাছিমপুর এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে সিডিএল ভবনের সামনে ফ্লাইওভারের ৮০নং পিলার সংলগ্ন নির্মাণাধীন ড্রেনে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি (কংকাল) ভাসতে দেখে স্থানীয়রা। জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার ওই খুলি (কংকাল) উদ্ধার করে। এসময় আশেপাশে খোঁজাখুঁজি করেও দেহের অবশিষ্টাংশের সন্ধান পাওয়া যায় নি। চুল বিহীন ওই খুলি থেকে মগজ গলে বের হচ্ছিল। নিহতের নাম পরিচয় সনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে ময়না তদন্তের জন্য খুলিটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর গুম করার জন্য দেহ থেকে বিচ্ছিন্ন করে মাথাটি সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
2024-02-27