গাজীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল এমপির পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী তীব্র তাপদাহ মোকাবিলায় গাজীপুর মহানগরের টঙ্গীতে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর গাজীপুরা বিভিন্ন এলাকার সড়কে এক হাজার বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ প্রসঙ্গে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রাব্বি হাসান শুভ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এছাড়া দেশের প্রতিটি সংকটকালীন মূহুর্তে গাজীপুর মহানগর ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।