গাজীপুর-৪,প্রার্থিতা ফিরে পেয়েছে শিল্পপতি আলম আহমেদ

স্টাফ রিপোর্টার :
ঋণখেলাপির অভিযোগে বাতিল হওয়া গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এর চেম্বার জজ আদালত এ আদেশ দেন। রায়ে নিজের প্রার্থীতা ফিরে পাওয়ার পর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন শিল্পপতি আলম আহমেদ। তিনি প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ভাগিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম যাচাই-বাছাইকালে ঋণখেলাপির জন্য শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন। এরপর তিনি এ বিষয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ১৩ ডিসেম্বর আপিল শুনানিতে আলম আহমেদের প্রার্থিতা বৈধ করার আবেদন নামঞ্জুর করে ইসি। সোমবার (১৮ ডিসেম্বর) আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।
আদালতে আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থীতা বাতিল হওয়ার পর গাজীপুরের ৫টি আসনের মধ্যে গাজীপুর-৪ (কাপাসিয়ায়) সিমিন হোসেন রিমি জয়ের ব্যাপারে নির্ভার ছিলেন। কিন্তু এখন আলম আহমেদ তার প্রার্থীতা ফিরে পাওয়ায় নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা হবে দুই পক্ষে সমানে সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *