স্টাফ রিপোর্টার :
গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প
খসড়া উন্নয়ন পরিকল্পনা এর উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন এর মেয়র
জায়েদা খাতুন। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন এর উপদেষ্টা
এড. জাহাঙ্গীর আলম।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাবিবুর রহমান এর সভাপতিত্বে আরো
উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, সচিব মোহাম্মদ আব্দুল হান্নান। নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এর উপর আলোচনা করেন
গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের
টিম লিডার ড. মো. আকতার হোসেন চৌধুরী, ডেপটি টিম লিডার সামাউন আল-নূর। সিটি কর্পোরেশন এলাকার নদী, খাল, বিল, উঁচু-নিচু, সমতল, বন, কৃষি, সমতল, শিল্প জোন, আবাসিক এলাকা ভিত্তিক সার্ভে করে, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, স্বাস্থ্য, ব্রজ ব্যাস্থা, ড্রেনেজ, ট্রান্সপোর্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম সহ ওয়ার্ড ভিত্তিক একটি স্মার্ট সিটি গড়ার উপর বিস্তারিত আলোচনা করেন ড. ইশতিয়াক মো. আব্দুস সাত্তার, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ড. রেজাউর রহমান রেজা, ড. আহসান উল করিম, ড. বাদল। অনুষ্ঠানে খসড়া প্রকল্পের উপর প্রশ্ন উত্তর পর্বে বিস্তারিত আলোচনা হয়।