স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রিন্ট মিডিয়ায়
কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে গাজীপুর শহরের একটি রেষ্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে সংগঠনের উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা) কে সভাপতি ও মো. আমিনুল ইসলাম (দৈনিক দেশ রূপান্তর) কে সাধারণ সম্পাদক করে আগামি দুই বছরের জন্য ১৫ সদস্যের কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- সহসভাপতি মো.মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার,
সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল, কোষাধ্যক্ষ মিলটন খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গাফফার, নির্বাহী সদস্যরা হলেন- শরীফ আহমেদ শামীম, শাহ সামসুল হক রিপন, মো. মুজিবুর রহমান, মো. খায়রুল ইসলাম, মো. জানে এ আলম, মো. লাবিব উদ্দিন ও মো. আব্দুল মালেক মিয়া। এ ছাড়া সভায় সংগঠনের ৯ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
2024-03-25