স্টাফ রিপোর্টার
গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নগরমাতা জায়েদা খাতুন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এস সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর -২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লাল প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রত্যেককে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
2023-12-16