স্টাফ রিপোর্টার
যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর ছোট ভাই রয়েল গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক আজকের জনতা পত্রিকার স্বপ্নদ্রষ্টা সোহরাব উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে গাজীপুর মহানগরের হারিবুল্লাহ সরণির দৈনিক আজকের জনতা কার্যালয়ে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সভাপতিত্বে ও দৈনিক আজকের জনতার ব্যবস্থাপনা সম্পাদক এস এম হাবিবের সঞ্চালনায় স্বরণ সভায় সৃতিচারণ করে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মো. মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের গাজীপুর প্রতিনিধি মো. রুহুল আমিন সজিব, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও প্রতিদিনের সংবাদ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. হাসমত আলী, সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক বাংলাভূমির সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কন্ঠ বানীর সম্পাদক মো. জানে-এ আলম, দৈনিক আজকের জনতার বার্তা সম্পাদক মো. সিরাজ উদ্দিন, সাংবাদিক বায়জিদ হোসেন, শফিকুল ইসলাম জিতু, আব্দুর রহমান প্রমুখ।
উল্লেখ্য ২০২২ সালের ১৩ সিসেম্বর তিনি হঠাৎ ব্রেæইনষ্টো করে ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরসহ ঢাকার দোহার ও নবাবগঞ্জে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের জনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশ এবং গাজীপুর প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য ছিলেন।
2023-12-13