স্টাফ রিপোর্টার :
গাজীপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যাগে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেন পুনাক, গাজীপুর জেলার সভানেত্রী জিনিয়া ফারজানা।
এসময় পুনাকের পক্ষ থেকে শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও কম্বল বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৮কেজি চাল, এক কেজি ডাল, লবন, তেল, আটা, চিনি, আলু ও পেয়াজ। খাদ্য সামগ্রীর সাথে অসহায় ও দুস্থদের মাঝে একটি করে কম্বল ও যাতায়াতের জন্য অর্থ প্রদান করা হয়।
এ উপলক্ষে পুনাক ও জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর পুনাকের সহ-সভাপতি নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক তাজরিয়ান রবি স্বর্ণ, কোষাধ্যক্ষ সায়েমা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব। এসময় অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।