স্টাফ রিপোর্টার
ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে ট্রেনে কাটা পড়লেন এক লেবু বিক্রেতা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত লেবু বিক্রেতা পরিতোষ চক্রবর্তী (৪৫) নওগাঁ জেলার নওগাঁদা গ্রামের আত্রাই থানার বাসিন্দা। তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিতোষ রেলাইনের পাশে নিয়মিত অনেকের মত হকারীকরে লেবু বিক্রি করতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ওই স্থানের লেবু বিক্রির উদ্দেশ্যে যায়। পরে দুপুর ১২টার দিকে সে তার লেবুগুলো বিক্রির উদ্দেশ্যে পলিথিনে ভরছিল। এসমন সময় পুলিশ এসে তাকে পায়ে লাঠির আঘাত করে। এসময় পরিতোষ আত্মরক্ষার্থে ওইখান থেকে সরে যাওয়ার চেষ্টাকালে পরে যায়। ওই সময় পুলিশ তাকে লাথি মারলে সে রেললাইনের উপরে পরে যায়। তাৎক্ষনিক একটি ট্রেন পরিতোষের বা পায়ের উপর দিয়ে গেলে তার পাটা কেটে যায়। ট্রেন চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিতোষের শাশুড়ি জানান, পরিতোষ রেললাইনের ফুটপাতে লেবু বিক্রি করেন। পরিতোষ রেলগেটে লেবু পলিথিনে ভরে প্যাকেট করছিলেন। হঠাৎ গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এক পুলিশ গিয়ে তাকে পেটাতে শুরু করে। পরে সে দৌড় দিয়ে সে ট্রেনের নিচে পাটা পড়ে।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বলেন, পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে এক লেবু ব্যবসায়ী দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় পরিতোষ নামে ওই ব্যাক্তিকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। তবে ধারনা করা হচ্ছে পরিতোষ বেঁচে গেলেও তার পাটি রাখা যাবে না। জয়দেবপুর জংশন স্টেশন অফিসার আবুল হোসেন জানান, এক লেবু বিক্রেতা ট্রেনে কাটা পড়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সৈয়দ রাফিউর ইসলাম জানান, রেললাইনে উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া। সহকারী উপপরিদর্শক (এএসআাই) জহির রেলক্রসিংয়ে ডিউটিতে ছিলেন। পুলিশ দেখে অনেকেই পালানোর চেষ্টা করতে পারেন। পুলিশের ধাওয়া দেওয়ার বিষয়টি সঠিক নয়।
2024-01-09