স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নাদেন (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। শনিবার (২৩ মার্চ) রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান।
বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাদেনের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত নাদেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আব্দুর রহিমের ছেলে নাদেন।
এর আগে গত ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে ১৩ জন ভর্তি রয়েছেন।