স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীণবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গাজীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম.এ বারী। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হাজী আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মেম্বার, আলহাজ মো. আব্দুস সালাম সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
2024-01-31