স্টাফ রিপোর্টার
শনিবার গাজীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবির উদ্যোগে সমাবেশ, জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন, সাইকেল র্যালি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের ভাওয়াল সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দুদক-এর সাবেক মহাপরিচালক মাহমুদ হাসান। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. খায়রুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, দুদক উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার, দুপ্রক-এর সাবেক সভাপতি প্রফেসর এম,এ বারী, সনাক সভাপতি প্রফেসর ফাতেমা জোহরা ও দুপ্রক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।
2023-12-11