স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা এলাকায় এক অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় আমবাগ এলাকার আজহার আলীর ছেলে আশিক বাবু (২৩) ও একই মহল্লার পুর্বপাড়া এলাকার মাসুদ রানার ছেলের আরাফাত হোসেন রাহাত (১৬)। সোমবার দুপুরে জিএমপি পুলিশের প্রধান কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান ।
তিনি আরো জানায় , শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মোটর সাইকেল ও অটোরিক্সার ধাক্কা লাগলে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে অটোরিক্সাচালক মাসুদ রানা(৩৫)কে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরা।
নিহত অটোরিক্সা চালক মাসুদ রানা ঝিনাইদহের মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।
নিহত মাসুদ রানার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে জিএমপি কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত বাকীদের প্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
2024-04-15