আমিনুল ইসলাম :
দৈনিক যুগান্তরের পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষ্যে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্বজন সমাবেশ গাজীপুর সদর উপজেলার আয়োজনে সদর উপজেলা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম। জয়দেবপুর প্রতিনিধি ও সদর উপজেলা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ওই প্রেসক্লাবের উপদেষ্টা, কবি ও লেখক শাহান সাহাবুদ্দিন। বক্তব্য রাখেন, সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ, দৈনিক যুগান্তরের পাঠক ফোরাম স্বজন সমাবেশ এর গাজীপুর সদর উপজেলা সভাপতি সাঈদ চৌধুরী, ভাওয়ালগড় ইউপির ৮নং ওয়ার্ড সদস্য রাসেল সরকার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, নিউজ টুয়েন্টিফোরের গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আমিনুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ওবাইদুল ইসলাম, দৈনিক দেশ বার্তা পত্রিকার গাজীপুর প্রতিনিধি
শেখ রমজান হাসান নূর প্রমুখ।
2024-02-07