স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় থেমে থাকা কভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হয়েছে। এ ঘটনায় ৪জন আহত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে।
নিহত হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ থানার কানুহাড়ী এলাকার শামসুল আলমের ছেলে সাইমুন ইসলাম (৩৭)।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। একপর্যায়ে সিএনজি চালিত অটোরিকসাটি কোনাবাড়ী এলাকায় পৌঁছায়। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থেমে থাকা একটি কভার্ডভ্যানের পেছনে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সাইমুন ইসলাম মারা যায়। এ ঘটনায় ওই সিএনজিতে থাকা ৪ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।