গভীর রাতে হঠাৎ বৃষ্টিতে মুসল্লিদের ভোগান্তি

স্টাফ রিপোর্টার :
বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ এক পশলা ও বিকালে গুড়িগুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে ফেলেন বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিরা। অনেক খিত্তায় শামিয়ানা না থাকায় গভীর রাতে দীর্ঘ ৪০ মিনিটের বৃষ্টিতে তাদের সামানাসহ বেডিংপত্র ভিজে গেছে। কনকনে বাতাস, ঠান্ডা আবহাওয়া এবং বৃষ্টিতে পরিহিত জামা-কাপড় ভিজে রাতভর তাদের ভোগান্তির শেষ ছিলনা।
নেত্রকোনা সদর থেকে তাবলিগ জামাতের আঞ্চলিক আমির রোকন মিয়ার নেতৃত্বে আবুল বাশার, মো. মানিক মিয়া, আব্দুল মতিন, খোকন মিয়াসহ ১৮ সদস্যের একটি জামাত তাদের জন্য নির্ধারিত খিত্তায় (নং-৫৭) রাত ৯টায় অবস্থান নেন। কিন্তু তারা সঙ্গে কোনো শামিয়ানা আনেননি। একপর্যায়ে তারা ঘুমিয়ে পড়লে রাত ২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে তাদের সঙ্গে আনা জামা-কাপড়সহ সবকিছু ভিজে রাতকাটে র্নিঘুম আর চরম ভোগান্তিতে।
ঢাকার মিরপুর থেকে আসা শাহিন আলম, মোহাম্মদ মাহফুজ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ফোরকান, মাওলানা মোহাম্মদ নাঈমসহ একটি জামাত ময়দানের ৬নং খিত্তায় অবস্থান নিয়েছেন। তারা জানালেন, গভীর রাতে হঠাৎ করে বৃষ্টি আসায় ওপরে শামিয়ানা থাকা সত্বেও তাদের বিছানাপাতিসহ সব কিছু ভিজে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *