কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই পথচারী। গতকাল শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন, গাইবান্দার গোবিন্দগঞ্জ থানার দামুদরপুর এলাকার কলিম উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৬০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কয়েকজন পথচারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকার সাভারগামী একটি কাভার্ডভ্যান ওই পথচারীদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই পথচারী। তাদের পরিচয় জানা যায়নি। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে উপজেলার পৃথক দুটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
2024-01-13