স্টাফ রিপোর্টারঃ
বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের পক্ষ থেকে সদ্য কারামুক্ত নেতাকর্মীদের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ ।
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি হরতাল অবরোধের সময় বাসন মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৪০জন নেতাকর্মী গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন মেয়াদে কারাভোগের পর জামিনে মুক্তি পায়। এই সকল নেতাকর্মীদের কিছুদিন পূর্বে বাসন থানা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ১০ মার্চ রবিবার, কারামুক্ত নেতাকর্মীদের মাঝে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন করা হয়। কারামুক্ত যে সকল নেতাকর্মী অনুপস্থিত ছিলেন তাদের বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ইফতার উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ তালুকদার, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, বাসন মেট্রো থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, আমাজ হোসেন ও ব্যারিস্টার ফারিবা তাসনোভা তাজিন প্রমুখ।