উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতাকালীগঞ্জে প্রতিপক্ষের ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত -৬ শ্লীলতাহানিসহ স্বর্ণালংকার ও টাকা লুট

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন উপজেলা পরিষদে নির্বাচনে
গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল প্রতীক আমজাদ হোসেন স্বপন বিজয়ী হওয়ায় তার কর্মী সমর্থকদের ব্যাবসা প্রতিষ্ঠান, বাড়িতে হামলা চালায় ৭ মাসের অন্তর সত্তা ও বৃদ্ধাসহ ৬ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে ।
শুধু তাই নয় নারীদের মার্দরসহ শ্রীলতাহানি ঘটিয়ে নগদ টাকা স্বর্ণালংকার সহ বিভিন্ন আসবা পত্র লুটপাট করে নিয়ে যাওয়ার ও অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে।

আহতরা হলেন- ৭ মাসের অন্তঃসত্ত্বা সালমা বেগম, তার শাশুড়ি রাশিদা বেগম, লাইলী বেগম, শিউলি বেগম তার পুত্রবধূ ঝুমি ও দোকানের কর্মচারী খোকন মিয়া ।
এ ব্যাপারে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন যুগান্তরকে জানান ঘটনাটি খুবই দুঃখজনক! নির্বাচনে হার-জিত থাকবেই। দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে মিলে মিশে একটি আধুনিক কালীগঞ্জ গড়তে করতে চাই।
এ বিষয়ে মুক্তারপুর ইউপি সদস্য ও ব্যাবসায়ী শেখ মোহাম্মদ শামসুল আলম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ আরো ১০ -১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য শেখ মোঃ শামসুল আলম তার কর্মী সমর্থকদের নিয়ে মোটরসাইকেল প্রতীকের নির্বাচন করেন। প্রতিক বরাদ্দের পর থেকেই প্রতিপক্ষের লোকজনের হুমকি দিয়ে আসছিল। নির্বাচনের জেরে ৯ মে রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সোহেল, সোহান, রায়হান, ইলিয়াস, সোহাগ, মোহাম্মদ আলী, মাহমুদুল, রিফাত মোস্তফা , সাখাওয়াত প্রধান, সাঈদ প্রধান,
হাবিবুর রহমান অরুফে হাবু, ইমন, শাহিন, আশিক, কাউছার, সোহরাব, সাইফুল, শাহিনসহ আরো অজ্ঞাত নামা ১০-১২ জন দেশীয় অস্ত্র দা ছেন, চাইনিজ কুড়াল, চাপাতি ও লাঠি সোটা নিয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে একুতা বাজারে মেম্বারের ক্রাউন
সিমেন্টের দোকানে ঢুকে হামলা চালিয়ে দোকানের চেয়ার, টেবিল,টিভি ও মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় দেড় লক্ষ্য টাকার ক্ষতি সাধন করে ।
এ সময় দোকানের ক্যাশ ভেঙ্গে ৫ লাখ ৩০ হাজার টাকা লুটপাত করে নিয়ে যায়।
পরবর্তীতে একই রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে উল্লেখিত বিবাদীগন একুতা সাকিনস্থ জনৈক জাহিদুল ইসলাম প্রদানের বাড়ীতে ঢুকে অতথ্য/অশ্লীল ভাষায় গালি গালাজ করে ।
এক পর্যায় বাউন্ডারি সীমানা টিনের বেড়ায় কোপাইয় ক্ষতি সাধন করে।
ঠিক একই রাত আনুমানিক ৮:২০ টার সময় উল্লেখিত বিবাদীগণ মৃত ইদ্রিস আলী দারোগার বাড়ি, আমির হোসেন, রুবেল মিয়া, জয়নাল উদ্দিন বাড়িতে ঢুকে ঘরের গ্রিল, টিনের চাল ভাঙচুর করে । এ সময় লাইলি বেগম বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে অন্যের চে ইন পঞ্চান্ন হাজার টাকা নিয়ে যায়।
অপরদিকে শামীমের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও মাকে এলোভাতের মারধর করে পরিহিত কাপড় টানা ছাড়া করে শ্রীলতা হানি ঘটায় ।
অভিযুক্তরা ঘরের দরজা ,জানালা ভেঙ্গে নগদ টাকা সহ তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *