স্টাফ রিপোর্টার :
টঙ্গীর তুরাগতীরে কাল শুক্রবার বাদ ফজর থেকে শুরু হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। ইজতেমা উপলক্ষে লাখো মুসল্লির স্রোত বইছে টঙ্গী অভিমুখে। ১৬০ একর জমির ওপর সুবিশাল প্যান্ডেল ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েগেছে। যারা ময়দানে মুসুল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে তাসবিহ-তাহলিল, জিকির-আসকার ও বিভিন্ন নফল ইবাদতে মশগুল রয়েছেন। তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা করবেন ২, ৩ ও ৪ ফেব্রæয়ারি। চারদিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রæয়ারি। ১ম পর্বে অংশ নিতে এখন মাঠে আসছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আয়োজকরা বলছেন, বিশ্ব ইজতেমার প্রথম দিন দেশের বৃহত্তম জুমার নামাজ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে এই ময়দানে। দুপুর দেড়টার দিকে কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের এ জুমায় ইমামতি করবেন। বৃহত্তম জুমার এই নামাজে অংশ নিতে প্রতি ইজতেমায় তাবলিগের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে আগের রাতেই ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন অনেক মুসল্লি।
2024-02-01