স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে এ সাত প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এর মধ্যে পাঁচটি আসন থেকেই জাকের পার্টির মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এছাড়া গাজীপুর-১ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী মো. আব্দুল জব্বার সরকার ও জাতীয় পার্টির প্রার্থী মো. আল-আমিন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ আসনে তৃণমূল বিএনপি থেকে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ও জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন প্রতিদ্ব›িদ্বতা করছেন। মনোনয়নপত্র বাছাই শেষে ৫টি আসনে মোট ৪৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। সাত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের পর গাজীপুরের ৫টি আসনে মোট প্রতিদ্ব›দ্বী প্রার্থী ৩৭জন।
নির্বাচনের তফসিল সূত্রে জানা গেছে, আজ সোমবার প্রতীক বরাদ্দ হবে। ৫ জানুয়ারি প্রচার শেষ করে ৭ জানুয়ারি ভোট। গাজীপুরের ৫টি আসনে এবার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ১৪ হাজার ৩২৭। তাদের জন্য মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৩৫টি। ভোট কক্ষ ৫ হাজার ৫৬৮টি। নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, আগামি ২০ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
2023-12-17