স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলার শ্রীপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম, শিশু মননে বঙ্গবন্ধু শীর্ষক বই বিতরণ ও টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা।
এসময় শ্রীপুর পৌরসভার মেয়র এড. আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলমসহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপকারভোগীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসনের প্রকাশিত শিশু মননে বঙ্গবন্ধু শীর্ষক বই বিতরণ করেন। এছাড়াও টিসিবির ১০ হাজার স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।