গাজীপুরে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে মহানগরের কুনিয়া তারগাছ এলাকা এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মুনিরা। ওই নারী শ্রমিক হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার চরভাঙ্গা ভূঁইয়াকান্দি গ্রামের রুহুল আমিনের স্ত্রী মুনিরা আক্তার (৩০)। তিনি গাজীপুরের বড়বাড়ী এলাকায় ভাড়া থেকে স্থানীয় রিট গার্মেন্টেসে কাজ করতেন।
শ্রমিকসূত্রে জানা যায় জানান, রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মুনিরা ঘটনাস্থলে মারা যান।
স্থানীয়দের ভাষ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের কাজ চলছে। মহাসড়কের মাঝে থাকা সড়ক বিভাজকগুলো তুলে দেওয়া হয়েছে। ফলে যত্রতত্র পারাপার হতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।