স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি। রোববার সকালে গুম-খুন হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে নগরীর জজকোর্ট রোডে এ মানববন্ধন করা হয়। মানবন্ধনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি), জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। গাজীপুর বারের সাবেক সভাপতি ড. মো. সহিদউজ্জামানের সভাপতিত্বে এবং বারের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগ বিবেক হারিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দি রেখে তামাশার নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু জনগণ তাদের সাজানো এই নির্বাচনী নাটক রুখে দিবে। তিনি বলেন, সরকার পুলিশ ও তার দলীয় ক্যাডার দিয়ে সারা দেশে শান্তি বাহিনীর মতো সন্ত্রাস সৃষ্টি করেছে। বিএনপিসহ বিরোধী মতের হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন, মামলা ও বাড়ি-ঘরে হামলা চালিয়ে ও জ্বালিয়ে দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ভিপি আ ন ম ইব্রাহিম খলিল, গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের গাজীপুরের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, মহানগর মহিলা দলের সভাপতি শিরিন চাকলাদার প্রমুখ।
উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু তাহের মুসল্লী, কেন্দ্রীয় কৃষক দল নেতা অ্যাডভোকেট নাহিন মমতাজী, শেখ ফরিদা জাহান স্বপ্না, সৈয়দ আক্তারুজ্জামান, মো. মোফাজ্জল হক, সাজ্জাদুর রহমান মামুন, আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি নেতা শরিফ সিদ্দিকী, জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক হাসনাত মোহাম্মদ রায়হান, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মাহবুবুর রহমান, অ্যাডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী, মহিলা দলের জেলা সাবেক সভাপতি আনোয়ারা বেগম, অ্যাডভোকেট শফিকুল আলম মিলু, অ্যাডভোকেট আবু তাহের নয়ন, অ্যাডভোকেট কৌশিক আহমেদ, অ্যাডভোকেট মীর সেলিম, অ্যাডভোকেট কামরুল হাসান রাসেল, অ্যাডভোকেট আতিকুর রহমান-সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মানববন্ধনে গায়েবী মামলায় করারুদ্ধ নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার শামীমের স্ত্রী শাহনাজ, মা শামসুন্নানহার ও পাঁচ বছরের শিশুকন্যা সুরাইয়া এবং কাপাসিয়া উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান টিপুর মা ছেলের মুক্তির দাবীতে ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মাননবন্ধনে অংশ নেন।
2023-12-11