স্টাফ রিপোর্টার :
গাজীপুরে অটোরিক্সার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার মহানগরীর পূবাইল থানাধীন করমতলা এলাকায় টঙ্গী-নরসিংদী সড়কে এ ঘটনা ঘটে। নিহতের নাম- হাবিবুর রহমান (২১)। সে জামালপুরের ইসলামপুর থানার দিঘীরচর এলাকার সাইদুল ইসলামের ছেলে। জিএমপি’র পূবাইল থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, গাজীপুর মহানগরীর পূবাইল আদর্শ কলেজের ছাত্র হাবিবুর রহমান এবছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সে টঙ্গীর মরকুন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো। মঙ্গলবার বেলা পৌণে ১১টার দিকে মোটরসাইকেল যোগে বেপরোয়াগতিতে নিমতলী হতে পূবাইল কলেজে যাচ্ছিল হাবিবুর রহমান। পথে টঙ্গী-নরসিংদী সড়কের করমতলা এলাকার ক্রিসেন্ট কেমিক্যাল কারখানার সামনে পৌছলে একটি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে সে। এসময় বিপরীতদিক থেকে (নরসিংদী) আসা টঙ্গীগামী পিপিএল সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই কলেজ শিক্ষার্থী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
2024-02-27