স্টাফ রিপোর্টার :
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় গাড়ি চাপায় এর যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৬ বছর। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের উপর অজ্ঞাত গাড়ে চাপায় এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। গাড়ে চাপায় তার মাথা থেতলে গেছে। তার মুখমন্ড চেনা যাচ্ছে না। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে জিন্স প্যান্ট ও চেক শার্ট রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
2023-12-19